শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

Shyamal Mondal - ঢাক বাজে

 ঢাক বাজে

,,,,,,,,,,,,,,, 

ঢ্যাং কুরাকুর ঢাক বাজে, বাজে কাঁসর ঘন্টা,

দূর্গা মা যে আসছে আবার, উড়াও খুশির মন'টা।

কাশের বন'ও হাওয়ায় দোলে, দোলে শিশির  ঘাসে,

ফুল বাগানের ফুল গুলিও রঙিন স্বপ্নে ভাসে।

এসব এখন গল্প গাঁথা, গাঁথা দুঃখের ভাষা, 

দিকে দিকে করোনাকাল, একাল  সর্বনাশা।

তার মাঝেও আমার দেশে ধর্ষিতা হয় নারী, 

তাই তো মা যে শারদীয়ায় আসছে বাপের বাড়ি।

বাধ্য মা যে অসুর নাশে, নাশেই মায়ের শান্তি, 

সুস্থ মনের মানুষ জানে মায়ের কোমল কান্তি।

ঢ্যাং কুরাকুর বাদ্য বাজে, বাজে কাঁসর ঘন্টা, 

মনের অসুর বিনাশ করো উড়াও খুশির মন'টা।

আসছে গণেশ কার্তিকেয় লক্ষ্মী সরস্বতী,

দু:খ দশা ঘুঁচেই যাবে ফিরবে দেশের গতি।


Previous
Next Post »