শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ছোট্ট সোনা

ছোট্ট সোনা
🌱🌱🌱🌱
শ্যামল মণ্ডল
🌱🌱🌱🌱
মিষ্টি শিশু ছোট্ট সোনা 
              খেলতে ভালবাসে,
সবার কোলে থাকে আবার
              খিলখিলিয়ে হাসে।
একলা শুয়ে থাকবে না তাই
                মা-মা করে কাঁদে,
কোলে তুলে নিলেই তখন
               হাত বাড়াবে চাঁদে।

যা দেখে তাই নতুন লাগে
                    প্রশ্ন করে যায়,
সব কিছুতেই নতুন করে
                 স্বপ্ন খুঁজে পায় ।
বাঘ ভালুকও শিশুর কাছে
                 খেলার সাথী হয়,
ভুত প্রেতও দৈত্য দানব
                  সবাই করে ভয়।
-শ্যামল মণ্ডল
Previous
Next Post »