শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ছড়া : নীলুর গোরু

নীলুর গোরু
😀😀😀😀
শ্যামল মণ্ডল
😀😀😀😀😀
নিলুর বাড়ির গরু
লেজ মোটে নয় সরু,
ঘোড়ার মতো সিং
গলায় সোনার রিং।
হাতির মতো কান
করে  হাম্বা হাম্বা গান।
শুনেই নীলু ছাদে
নাচের তালে কাঁদে।
গরু ভীষণ খুশি
ছাড়ল খাওয়া ভুষি।
মুতলো গোয়াল ঘরে
ঝাঁ চকচক করে।
ভাবল নীলু সোনা
যায় না মোটে গোনা।
গোবর মুতে মেখে
দেখলো নীলু চেখে,
অল্প হলেও বেশ
আছেই সোনার রেশ।
চললো নীলু হাটে
বললো ঠাটে বাটে,
রাখলে গরুর চোনা
মিলবে লাখো সোনা।
খেলে গরুর মুত
ছাড়বে ঘাড়ের ভুত।
গোবর মাখা রুটি
মিলবে রোগের ছুটি।
--শ্যামল মণ্ডল
Previous
Next Post »