শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বঙ্গ আমার অঙ্গ

বঙ্গে আমার অঙ্গ গড়া গায়ে গন্ধ মাটি ,
বাংলা আমার মায়ের ভাষা বাংলা'ই আমার খাঁটি।
শ্যামল বরণ মায়ের আঁচল রঙিন ফুলের মেলা,
এই মাটিতেই খেলাধুলা আমার ছোট্টবেলা ।
বৃষ্টি-ঝরা অঙ্গ-ভরা কাদায় মাখা গায়,
ছোট্ট খোকা এইটুকুতেই মায়ের বকা খায়
লঙ্কা বেগুন পটল মুলো হলদে ঝিঙে ফুলে,
টাপুর-টুপুর বৃষ্টি দুপুর সজনেরা যায় দুলে।
গাঁয়ের শিশুর সুবোধ মনে আনন্দ ঢেউ তুলে,
পাখপাখালি কিচির-মিচির বাবুই বাসা বুনে ।

--শ্যামল মণ্ডল
Previous
Next Post »