দিন
শ্যামল মণ্ডল
*************
একটা করে দিন আসে আর
একটা করে যায়,
নতুন দিনের সুর্যালোকে
নতুনকে বাঁচায়।
পুরনো দিন হারায় যেথা
অতল গভীর,
বয়ে চলে সাগর পানে
নাই যেখানে তীর।
প্রভাতী হয় স্বপ্নময়ী
সঙ্গী রঙীন ফুল,
গোধূলিতে ভাবে সে তার
স্বপ্ন ছিল ভুল।
আঁধারে দিন ডুব দিলে হয়
সকল'ই নিঝুম,
ঊষাতে তার ভাঙে আবার
রাত কাটানো ঘুম।
ঘুম ভেঙে সে খুলে দেবে
বন্ধ ঘরের দোর,
ঊষার আলোয় ঝলমলে হয়
নতুন দিনের ভোর।
- শ্যামল মণ্ডল