আমরা পরিযায়ী
শ্যামল মণ্ডল
*************
আমরা পরিযায়ী দেশের কারিগর,
ঘরবাড়ি ছেড়েছি
আপন করে পর।
দুই তিন বছর পরে
কেউ চেনে না আর,
সবাই ভুলে যায় গো
আমরা ছিলাম কার।
কবে যে কোন্ রাজ্যে
বাঁধি ভাড়া ঘর,
দিন বদলের পালা
চলে নিরন্তর।
পাষাণ বেঁধে বুকে
রাখি সারাক্ষণ,
মানবতার ধর্ম
করি গো পালন।
আমরা শুধু জানি
পেটের'ই খুধা,
পরিযায়ীর সামনে
রিক্ত বসুধা।
জীব জগতের মাঝে
মানুষ সেরা জীব,
আমরা পরিযায়ী
ধনীরা মনিব।
যোগ বিয়োগের খাতা
নামতা ধারাপাত,
জীবন নদীর পথে শিখর গিরিখাত।
শ্যামল মণ্ডল