শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বীণাপাণি পূজা - শ্যামল মণ্ডল

 বীণাপানি পূজা

************
শ‍্যামল মন্ডল
*************



পলাশে আজ রং ধরেছে
                     লাল পলাশের বনে ,
বীণাতেও তান উঠেছে
                       ছাত্র-ছাত্রীর মনে ।
শ্বেতবসনে সাজবে সবাই
                 মায়ের আশিষ পেতে,
মায়ের পুজোয় সারাটি দিন
                  থাকবে সবাই মেতে ।
সাত-সকালে ফুল বাগানে
                      ফুলের কাড়াকাড়ি,
বিদ‍্যালয়ে যেতে হবে
                   আজকে তাড়াতাড়ি।
শিমুল পলাশ অশোক ফুল আর
                       হলুদ গাঁদার মালা,
কলম-খাতা যবের শীষে
                      সঙ্গে ফুলের ডালা।
হলুদ মেখে স্নান হবে আজ
                          উপোসে অঞ্জলি,
পূজোর শেষে পড়ুয়াতে
                সাজবে পথ আর গলি।

Previous
Next Post »