শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শ্যামল মণ্ডল : কবিতা : কোয়ারেন্টাইন


কোয়ারেন্টাইন 
************
শ্যামল মণ্ডল 
খুব বেশি পাশাপাশি থাকব না  আশা রাখি করোনার ভয়, 
একা একা ঘরে থাকো মেলামেশা দুরে রাখো/ কেনাকাটা নয়। 
আত্মীয় পরিজন শোনো সবে গুণীজন কয়দিন মাত্র, 
কেনাকাটা হয়ে গেলে যবে ঘরে ফিরে এলে ধুয়ে ফেলো গাত্র।
নাক মুখ ঢেকে রেখে ছয় ফুট দুরে থেকে চলাফেরা করব, 
হাত ধোব বারবার মাখো স্যানিটাইজার সবাইকে বলব।
পরিযায়ী শ্রমিকে যদি বাড়ি ফেরে তবে রাখো এক ঘরে, 
মনে রেখে অনিবার দুরে দুরে থাকো তাঁর এমন'ই করে। 
ছোঁয়াছুঁয়ি কখনো তো  করব না তখনও তো কটা দিন । 
করোনার ভয়ডর কেটে যাবে তারপর কোয়ারেন্টাইন। 
Previous
Next Post »