শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শ্যামল মণ্ডল : আম্ফানে


আম্ফান
শ্যামল মণ্ডল
***********
ছোট্ট ওদের ভগ্ন কুটির মাতাল ঝড়ে উড়লো যে
নতুন আশার বাঁধন সে ঘর ঝটকা মেরে ভাঙলো যে ¡
ঘুর্ণিপাকে হারিয়ে গেল বছর গড়া স্বপ্নটাই
আম্ফানে তা সত্যি হলো দু:খে ভরা গল্পটাই
গরিব ওরা আজন্মকাল স্বাধীন ভারতবর্ষ'তে
মিটায় খিদে পান্তাভাতেই বাস করে যায় হর্ষ'তে।
ভগ্ন কুটির আস্তানাটাও ভাঙবে যদি এই ভাবে
ঈশ্বরে তা দেখছে নাতো দীন দুঃখিরা কই যাবে।
ক্ষেতের ফসল ঝরলো ক্ষেতে জুটবে না  ভাত কপালে
ঘুচবে না আর অমানিশা আসবে না দিন সকালে
গরিব ধনী দুই জাতিতে ভাগ করেছে এই ধরাতে
দীন গরিবের শুষ্ক জীবন ধনীর ঘরে নেই খরা যে
দিন আনি খাই দিন মজুরে লকডাউনে ঘরেই থাকে
ভিখ না পেয়ে পথ ভিখারী পরেই থাকে ফুটপাথে।
বস্তিবাসির ঘরের চালা উড়েই গেছে আম্ফানে
নরম দেখেই গরম ঝেড়ে সব উড়িয়ে ঝড় থামে।।

©শ্যামল মণ্ডল


Previous
Next Post »