শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সিংহ রাজা

সিংহ রাজা
**********
শ‍্যামল মন্ডল
************
দো-পায়া এক মানব জীবে
                      বাঁচে'ই হিংসা নিয়ে ,
ঈশ্বরও তাই ভুল করেছেন
                       অধিক বুদ্ধি দিয়ে ।
নিজের স্বার্থে এই মানবে
                        অর্থ লিপ্সায় রত ,
এদের'ই জন‍্য জীব জগতে
                           ধ্বংস  সমাগত ।
বনের রাজা সিংহ মশাই
                               চুপটি করে ঐ ,
মানুষ নাকি দস‍্যু দেখে
                         পায় না খুঁজে থই ।
বনের মাঝে ওরাই রাজা
                            তবুও শান্ত কত !
মানুষ দেখে সমাদরে
                          করছে মাথা নত !
সিংহ তো ভাই হিংস্র তো নয়
                         শুধু'ই বনের রাজা,
মিত্র ভুলে শত্রু হলে
                    তবে'ই যে দেয় সাজা।

Previous
Next Post »