শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বর্ষা প্রভাতী

বর্ষা প্রভাতী
*
শ্যামল মণ্ডল
***********
মূষলধারা বৃষ্টি হল
                ডুবল জমির আল,
পুকুর দিঘি ভরল সব'ই
                   ভরল নদী খাল।
গাছের ডগার পাখির বাসা 
               ভাঙল ঝড়ে কাল,
উঠোন জুড়ে পড়ল কত
           শুকনো পাতা ডাল ।
সকাল থেকেই শ্যামলা গাঁয়ে
                চলছে কোলাহল,
গাঁয়ের সবাই বলছে হেঁকে
                  চল্ রে মাঠে চল্।
চাষির কাঁধে লাঙল জোয়াল
              জুড়বে ক্ষেতে হাল ,
রাখাল ছেলে মাঠের পথে
             সঙ্গে গোরুর পাল ।
মাছের খোঁজে চলছে জেলে
           ফেলবে জলে জাল ,
পাশের পাড়ায় কেউ চলেছে
              খুঁজতে পাকা তাল।
কাজের খোঁজে কেউ ছুটেছে
                 নাই যে ঘরে চাল,
খুশির আলোয় প্রভাত ফেরী
                লজ্জা রাঙা লাল।

-শ্যামল মন্ডল
Previous
Next Post »