শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

জীবন - শ্যামল মণ্ডল

 জীবন

শ্যামল মণ্ডল
*********


স্বপ্ন গুলো রাখা ছিল মনেতে গোপন
দেশ-বিদেশে ঘুরে ঘুরে কাটাবো জীবন
ভবেতে এসেছি আমি বেড়াতে কদিন
মানুষ রূপে জন্ম নিয়ে জগতের অধীন।
হৃদয়কে তাই মেলে দিলাম খোলা জানালায়
কারো কাছে রাখবো না আর কোন দেনা দায়।                    
শেষ বেলাতে এসে দেখি শিয়রে শমন ।
হিসেবে মেলে না কিছুই ত্রুটি অগণন,
এজীবনের সকল আশা মিটেছে আমার
সময় হয়েছে যেতে গো সাগরের ওপার..
থাকতে চাইবো না আর এ-জগত মাঝে...
কী যে পেয়েছি আমি রেখেছি কোথায়
পাই না খুঁজে তাহা শেষের বেলায়.. ।
গহীন আঁধারে আমার হারালো সবই...
খালি হাতে আমি হয়েছি কবি..
এই জীবনের এটাই সান্ত্বনা।
(ইন্টারনেট পরিসেবার বাইরে যাওয়ার মুহূর্তে লেখা হল, তাই ভুল শোধরানোর সময় হল না 🙏)

Previous
Next Post »